১) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমূহ (উপজেলা পর্যায়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে পরিচালিত হয়):
বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী |
প্রশিক্ষণ ট্রেডের নাম |
কোর্সের মোয়াদ |
সেবা/ প্রশিক্ষণের স্থান |
আবাসন ব্যবস্থা ও ভাতাদি(যাতায়াত ভাতা ১০০/-)
|
কোর্স/ভর্তি ফি |
তথ্য প্রাপ্তির স্থান |
বয়সঃ ১৮-৩৫ বছর কমপক্ষে ৫ম শ্রেণী পাশ এবং একই এলাকার কমপক্ষে ৪০ জন বেকার যুব ও যুব মহিলার একত্রে ব্যাচ গঠন করতে হবে। |
১. গাভী পালন/দুগ্ধ খামার স্থাপন ২. গরম্ন মোটা-তাজা করণ ৩. ছাগল পালন প্রশিক্ষণ ৪. পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ ৫. মৎস্য চাষ প্রশিক্ষণ ৬. কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ৭. ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ ৮. পোশাক তৈরী প্রশিক্ষণ ৯. ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ ১০. এ ছাড়াও স্থানীয় চাহিদা ভিত্তিক যে কোন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। |
৭-২১ দিন ৭-২১ দিন ৭-২১ দিন ৭-২১ দিন ৭-২১ দিন ৭-২১ দিন ৭-২১ দিন ৭-২১ দিন ৭-২১ দিন ৭-২১ দিন |
সংশ্লিষ্ট উপজেলা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীদের জন্য সুবিধা জনক স্থানে কোন প্রতিষ্ঠান |
অনাবাসিক ১০০/- |
সম্পূর্ন ফ্রি |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (সংশ্লিষ্ট উপজেলা পরিষদ) |
যোগাযোগঃ
১। সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। (সংশ্লিষ্ট উপজেলা পরিষদ) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস